ইউরোপের ঘরোয়া লিগগুলো এক মাস আগেই মাঠে গড়ালেও, আজ (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট—চ্যাম্পিয়নস লিগের নতুন আসর। ক্লাবসেরার লড়াইয়ে এবারও দারুণ উত্তেজনা ছড়িয়ে পড়বে ইউরোপজুড়ে।
প্রথম দিনেই মাঠে নামছে ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ফরাসি ক্লাব মার্শেই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। একই সময়ে ইতালির জুভেন্টাস মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডের। এছাড়া ইংলিশ ক্লাব টটেনহ্যাম আতিথ্য দেবে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে। আর রাত পৌনে ১১টায় অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল।
গত মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনেই মাঠে নামছে তারা। দলটিতে যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যদিও শুরুটা প্রত্যাশামতো হয়নি। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তার সঙ্গে প্রথম একাদশে দেখা যেতে পারে ফেডরিকো ভালভার্দে ও তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে।
অন্যদিকে, বরুশিয়া ডর্টমুন্ডকে ভুগাচ্ছে ইনজুরি সমস্যা। খেলতে পারবেন না এমরি কান, নিকোলাস সুলে এবং নিকো শ্লোটারবেক। তবে জুভেন্টাস আছে পূর্ণ শক্তিতে। সিরি আ লিগে ইন্টার মিলানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে তারা। ফলে নতুন মৌসুমে আত্মবিশ্বাস নিয়েই নামছে তুরিনের ক্লাবটি।
সব মিলিয়ে, আজ থেকেই শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবলের সেরা আসর চ্যাম্পিয়নস লিগের জমজমাট সব লড়াই। সমর্থকদের জন্য অপেক্ষা করছে দারুণ কিছু ম্যাচ ও নতুন চমক।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ