আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে বিএনপি—এমন তথ্য উঠে এসেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত সর্বশেষ এক গবেষণায়। ৭ জুলাই রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে “যুবসমাজের পরিবর্তন : চাকরি, শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ” শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।
এই জরিপে অংশ নেন দেশের আট বিভাগের শহর ও গ্রামের ১৫ থেকে ৩৫ বছর বয়সী দুই হাজার তরুণ। এর মধ্যে অর্ধেক অংশগ্রহণকারী নারী, এবং ৪০ শতাংশের শিক্ষাগত যোগ্যতা এসএসসি’র নিচে, বাকি ৬০ শতাংশ এসএসসি’র ওপরে। চলতি বছরের ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত মাঠপর্যায়ের জরিপ চালানো হয়।
জরিপ অনুযায়ী, ৩৯ শতাংশ তরুণ আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান, আর ১৬ শতাংশ পছন্দ করেন নতুন রাজনৈতিক দল এনসিপিকে। এছাড়া রাজনৈতিক বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও আগ্রহের বিষয়টিও জরিপে উঠে এসেছে। দেখা গেছে, ৮২ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিতে অংশগ্রহণে অনাগ্রহী। মাত্র ৩ দশমিক ২ শতাংশ তরুণ রাজনীতিতে সক্রিয় হতে চান। অনাগ্রহের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রাজনীতির সহিংসতা, দুর্নীতি এবং আদর্শের ঘাটতি। জরিপ বলছে, ৫৮ দশমিক ৭ শতাংশ তরুণ রাজনীতিকে সহিংস বলেই মনে করেন, আর ৫৬ দশমিক ৪ শতাংশের মতে, আদর্শহীন ও দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক সংস্কৃতি তাদের আগ্রহ কমিয়ে দিয়েছে।
চাকরি ও জীবিকা নিয়ে তরুণদের দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে জরিপে। সরকারি চাকরির প্রতি আগ্রহী ৩৬ দশমিক ৯৯ শতাংশ তরুণ। অন্যদিকে, ব্যবসায় আগ্রহী ২৬ দশমিক ৪১ শতাংশ। তবে আশঙ্কার বিষয় হলো, ৪২ দশমিক ৩৪ শতাংশ তরুণই ফ্রিল্যান্সিং সম্পর্কে কোনো ধারণা রাখেন না।
দেশি-বিদেশি রাজনীতি ও খবর সম্পর্কে তরুণদের আগ্রহ নিয়েও তথ্য দিয়েছে সানেম। রিপোর্ট অনুযায়ী, ৩৯ শতাংশ তরুণ দেশের রাজনীতির খবর রাখেন এবং ৪১ দশমিক ৩৯ শতাংশ তরুণ ভারত, পাকিস্তান ও মিয়ানমারের রাজনীতি নিয়েও খোঁজ রাখেন। সবচেয়ে জনপ্রিয় তথ্যসূত্র হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম। ৮৭ দশমিক ৪ শতাংশ তরুণ দেশ-বিদেশের খবর জানেন সামাজিক মাধ্যমের মাধ্যমে। এরপর টেলিভিশন (৪৭ দশমিক ৭ শতাংশ) এবং পত্রিকা (১৩ শতাংশ) খবরের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
শিক্ষা ও সংস্কারের বিষয়ে তরুণদের মতামত বেশ স্পষ্ট। ৯৪ শতাংশ তরুণই মনে করেন, শিক্ষাখাতে সংস্কার জরুরি। ৫৬ শতাংশের মতে, রাজনীতিতে সংস্কার হলে দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে। তবে মাত্র ২ দশমিক ৩ শতাংশ তরুণ এই সংস্কার নিয়ে বিস্তারিত জানেন।
সামগ্রিকভাবে জরিপের ফলাফল ইঙ্গিত দেয়, দেশের তরুণ সমাজ রাজনৈতিকভাবে হতাশ, তবে তারা পরিবর্তনের প্রত্যাশায় আছে। শিক্ষা, কর্মসংস্থান এবং সুস্থ রাজনৈতিক সংস্কৃতি তাদের কাছে প্রধান চাহিদা হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ