বাগেরহাট প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)। বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, এর বিকল্প নাই। বৈষমা মুক্ত দেশ গঠনের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। আমাদের সন্তানেরা জীবন দিয়েছে। প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে সে বৈষম্য থেকেই যাবে। সকল ভোটারের মূল্যায়ন হবে না। আজ (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে বাগেরহাটে রেলওয়ে চত্বরে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং বাগেরহাটের চারটি নির্বাচনী আসন পুনর্বহালের দাবীতে সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখা। প্রধান অতিথির বক্তব্যে মুফতী ফয়জুল করীম আরো বলেন, এখনও রক্তের দাগ শুকায়নি, আহতদের সুচিকিৎসার বাবস্থা করা হয়নি, শহীদদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি, খুনীদের বিচার হয়নি অথচ একটি মহল ক্ষমতা গ্রহনের নেশায় মত্ত হয়ে নির্বাচন নির্বাচন করে জিকির করছে। ক্ষমতায় যাওয়ার আগেই হাট-বাজার, বাস স্টান্ড, লঞ্চ ঘাট সব দখলে নিয়ে যাচ্ছে। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশের মানুষ।
সমাবেশের বিশেষ অতিথির বক্তব্যে দলের আরেক নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, ১৯৭১ সালে প্রথম বিজয় অর্জিত হয়েছে খুলনা বিভাগের যশোর জেলা থেকে। ইসলামের বিজয় ও খাজা খান জাহান আলীর পূণ্যভূমি বাগেরহাট থেকে হবে ইনশাআল্লাহ। দেশে ইসলাম পন্থিদের যে গণজোয়ার শুরু হয়েছে এটা কেউ আর থামাতে পারবে না।
সমাবেশের সভাপতি এবং ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, স্বাধীনের পর থেকে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন। বাগেরহাট বাসীর সাথে চক্রান্ত করে একটি আসন কর্তন করা হয়েছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তকে বাগেরহাটের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
যুবনেতা এইচ এম ইসমাইল হোসেন এবং হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় আইন উপদেষ্টা এডভোকেট আতিয়ার রহমান, জেলা শাখার উপদেষ্টা মাওলানা ওমর ফারুক নূরী, অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান, মোল্লা মুজিবুর রহমান শামীম,ইসলাম,সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মুফতী নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, ওলামা মাশায়েখ সভাপতি মাওলানা শাহজালাল সিরাজী, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আবু মুসা, যুবনেতা মুফতী তরিকুল ইসলাম, ছাত্রনেতা এইচ এম মোহাম্মাদুল্লাহ এবং উপজেলা শাখা সমূহের সভাপতি ও সেক্রেটারি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ