প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ১২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১১:১৯ পি.এম
আইসেটস-ইএসক্যাপ ইয়ুথ ভয়েস প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সেরা খুবি শিক্ষার্থীরা
সৈকত মোঃ সোহাগ, খুলনা অফিস:
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘সোল-অ্যাগ্রো’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে এক দারুণ সাফল্য অর্জন করেছে। টেকসই শক্তি এবং জলবায়ু সহনশীল কৃষি নিয়ে কাজ করা এই দলটি চীনের চেংদু এবং থাইল্যান্ডের ব্যাংককে ‘২য় আইসেটস-ইএসক্যাপ ও ৩য় আইসেটস ইয়ুথ ভয়েস কম্পিটিশন’-এ দক্ষিণ এশিয়া অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই প্রতিযোগিতায় বিশ্বের ২৩৬টি দলের মধ্যে থেকে তারা শীর্ষ ৩৬ দলের তালিকায় জায়গা করে নেয়।
দলটি তাদের ‘সোল-অ্যাগ্রো’ প্রকল্পের মাধ্যমে দেখিয়েছে কীভাবে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারকে আরও টেকসই করা যায়। একই সাথে তারা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রাকে কীভাবে আরও উন্নত করা সম্ভব, তাও তুলে ধরেছে।
সোল-অ্যাগ্রো দলের সদস্যরা আজ ০৭ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর সাথে সাক্ষাৎ করেন। শিক্ষার্থীদের এই অর্জনের জন্য উপাচার্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা করেন।
সোল-অ্যাগ্রো দলের সদস্যরা হলেন- মো. রেজওয়ানুল ইসলাম শুভ, অন্তরা দাস, সাব্বির আহম্মদ এবং সাদিয়া ইশরাত নিসা।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ