অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টপ এন্ড টি-টোয়েন্টি’ সিরিজ। ১০ দলের এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত স্কোয়াডে রয়েছেন জাতীয় দলের পরিচিত মুখ— মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।
অংশগ্রহণকারী দলসমূহ:
বাংলাদেশ ‘এ’, পাকিস্তান শাহীনস, নেপাল, দ্য কিংসমেন, অ্যাসিটি কমেট, অ্যাডিলেড স্ট্রাইকার্স, হোবার্ট হারিকেন্স, মেলবোর্ন রেনেগেডস, মেলবোর্ন স্টারস, পার্থ স্কচার্স।
গত বছর এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ এইচপি দল। এবার দ্বিতীয় আসরে খেলতে ৭ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে সোহান বাহিনী।
ম্যাচ সূচি (বাংলাদেশ সময় - বিকেল ৩:৩০ টা):
১৪ আগস্ট: বনাম পাকিস্তান শাহীনস
১৬ আগস্ট: বনাম নেপাল
১৭ আগস্ট: বনাম পার্থ স্কচার্স
১৯ আগস্ট: বনাম নর্দার্ন টেরিটরি স্ট্রাইক
২১ আগস্ট: বনাম মেলবোর্ন স্টারস
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
এই টুর্নামেন্টটি তরুণ ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ