বাংলাদেশের নাট্য ও চলচ্চিত্র জগতের অন্যতম শক্তিশালী নাম মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে পর্দায় তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে আসছে। নাটক হোক কিংবা সিনেমা—সব মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতায় রেখেছেন আলাদা স্বাক্ষর।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মোশাররফ করিম জানান, মাঝে মাঝে তার মনে হয় অভিনয় ছেড়ে দেবেন। তবে বাস্তবে সেটা সম্ভব হয়ে ওঠে না। কিছুদিন পরই মনে হয়—এটাই তার আসল জায়গা, এখানেই তিনি স্বস্তি পান। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি হয়তো ১০-১২ দিন অভিনয় না করে থাকতে পারি, তারপর মনে হয়—আমি ভুল করছিলাম।”
মজার বিষয় হলো, অভিনয়ের বাইরেও মোশাররফ করিমের রয়েছে এক ভিন্নধর্মী আগ্রহ—সাংবাদিকতা। তিনি মনে করেন, সাংবাদিকতা একটি সৃজনশীল পেশা, যেখানে মানুষের ভাবনা, অভিজ্ঞতা আর দর্শনকে তুলে ধরার সুযোগ থাকে। তার মতে, “আলাপ-আলোচনার মাধ্যমে মানুষ সমৃদ্ধ হয়, আর সেটা অন্যদেরও প্রভাবিত করে।”
তিনি আরও জানান, যদি কোনো দিন অভিনয় ছেড়ে দেন, তবে সাংবাদিকতা পেশায় আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তিনি দীর্ঘ সাক্ষাৎকার নেওয়ার প্রতি আগ্রহী, যেটি মানুষের ভেতরের দিকগুলো তুলে ধরতে পারে।
এদিকে, মোশাররফ করিম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত—দ্য সার্কেল’ ২০২৫ সালের ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস’-এ প্রদর্শিত হতে যাচ্ছে। মাহমুদুল হাসান টিপু পরিচালিত এই চলচ্চিত্রে মোশাররফের পাশাপাশি তার স্ত্রী রেবেনা রেজা জুঁইও অভিনয় করেছেন।
মোশাররফ করিম শুধু একজন অভিনেতাই নন, তিনি একজন চিন্তাশীল মানুষও। অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতার মতো সৃজনশীল কাজের প্রতি তার আগ্রহ প্রমাণ করে, শিল্প-সাহিত্য আর সমাজ ভাবনার মধ্যেই তিনি নিজেকে খুঁজে পান। ভবিষ্যতে হয়তো তাকে দেখা যাবে ভিন্ন এক ভূমিকায়—ক্যামেরার সামনে নয়, বরং প্রশ্নের পেছনে।
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক : শেখ মোহাম্মদ আলী।
সম্পাদক ও প্রকাশক :শেখ হাসান আল মাহমুদ
ব্যবস্থাপনা সম্পাদক :মারুফা আলী
রায়েন্দা বাজার, শরণখোলা জেলা বাগেরহাট থেকে প্রকাশিত।
মোবাইল নম্বর ০১৭১১৯০৪২০৭,০১৩১৪০৯২৪৮৭।
ই-মেইল- sarankholadarpan@gmail.com
স্বত্ব © ২০২৫ শরণখোলা দর্পণ